
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থণে রোববার (২৪ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
পটিয়া উপজেলা কৃষক লীগের পরিচালনা ও প্রচার কমিটির তত্ত্বাবধানে ট্রাক মিছিলে প্রচারণায় কেন্দ্রীয় কৃষকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আরমান চৌধুরী, চট্টগ্রাম জেলা সভাপতি আতিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাচন সমন্বয়কারী ও জেলা সদস্য তাহেজুল ইসলাম, আলী ওসমান, প্রচার ও পরিচালনা কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন আহমদ, সাবেক সভাপতি মফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক উওম কুমার, হাসিনা আক্তার , মো. শফিকুর রহমান, সচিব আব্দুলখালেক, কৃষক নেতা হাফসা চৌধুরী, বেবী আক্তার, মো. জাফর ,শাহজাহান কিবরিয়া, মোঃ খোরশেদ প্রমুখ। নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থনে উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে প্রচার প্রচারণায় গণসংযোগ করেন। মোহাতেরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।