আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব শুক্রবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে অনুষ্ঠানে সকাল বেলা ১৫তম সংঘনায়ক ভদন্ত অমরচাঁদ মহাথের ও ২০তম সংঘনায়ক সুমনাতিষ্য মহাথের স্মরণে অষ্ঠপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠান। ২য় পর্বে ভদন্ত ধর্মসেনাপতি অভয়নন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের। স্বাগত ভাষণ প্রদান করেন বিহার অধ্যক্ষ ভদন্ত তিস্সানন্দ মহাথের। মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত করুনতিস্স ভিক্ষু, প্রধান ধর্মদেশক ভদন্ত তনংকর ভিক্ষু, সদ্ধর্মদেশনায় ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত ধর্মানান্দ মহাথের, ভদন্ত সুখানন্দ থের, ভদন্ত রাহুলানন্দ থের, ভদন্ত সত্যানন্দ থের, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী দীলু চৌধুরী বড়ুয়া, ১৪নং বাগোয়ান পরিষদের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, ডা. পরিতোষ বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, প্রকৌশলী দীপক বড়ুয়া, শিবলু বড়ুয়া, বিহার কমিটির সভাপতি ইউপি সদস্য শ্যামল বড়ুয়া সিন্টু, সাধারণ সম্পাদক দিবাকর চৌধুরী।
    চীবরপরিক্রমা করেন টুটুল বড়ুয়া, টিপু বড়ুয়া, বিপ্লব বিজয়, সীমান্ত বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনায় সুমন বড়ুয়া, উদ্বোধনী সংগীত কথা ও সুর- প্রবাকর চৌধুরী, পরিবেশনায় ইমন বড়ুয়া, ঐত্রিলা চৌধুরী, সীমন্তি বড়ুয়া ও সৃষ্টি বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিহার কমিটির অর্থ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় বড়ুয়া।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর