আজ রবিবার ║ ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

৩১ বছর পূর্তিতে চবি মার্কেটিং বিভাগের পুনর্মিলনী উদযাপন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

৩১ বছর পূর্তিতে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগ। নবীন প্রবীণদের এ মিলনমেলা উপলক্ষে বর্ণীল সাজে সেজেছে বিভাগ প্রাঙ্গন।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় আনন্দ শোভা যাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব শুরু হয়।

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সম্মানিত অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমাদের শিক্ষকরা অসম্ভব মেধাবী। এখান থেকে তারা তাদের উন্নত চিন্তা ভাবনা ও জ্ঞান প্রতিভা নিয়ে এগিয়ে যাবে। শিক্ষকরা অনেক ভালো লেখালেখি করেন। কিন্তু সেগুলো যে জায়গায় গেলে বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকবে আমাদের সেই চেষ্টা করতে হবে।

উপাচার্য আরও বলেন, পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাইরা অবদান রাখেন। আমরা আশা করি মার্কেটিং বিভাগের অ্যালামনাইরাও বিভাগের উন্নয়নে অবদান রাখবেন। আমরা চাই আপনাদের নিয়ে একটা সেতুবন্ধন তৈরি করতে, যেটা সবসময় অটুট থাকবে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে চবি মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, আজকের এ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান রয়েছে। তাদের সকলের চেষ্টায় এ বিভাগ আরও এগিয়ে যাবে আশা করি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘মার্কেটিংয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ৩৫০ জন অ্যালামনাইয়ের পাশাপাশে বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ আলম, ইকুয়িটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মাহফুজুল হক, ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম, আবুল খায়ের গ্রুপের ডিজিএম মো. শাহনেওয়াজ আহমেদ, বিএসআরএম এর জোনাল সেলস হেড মাকছুদ উল আলম এবং বিকাশ এর জেনারেল ম্যানেজার কেএমএন হাদিউজ্জামান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print