আজ মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    সন্দ্বীপে এম.হোসাইন শিশু মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    “শিশুদের জন্য হ্যাঁ বলুন” এই শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে এম.হোসাইন শিশু মেধা বৃত্তি পরীক্ষা ২০২৩।শুক্রবার সকালে একযোগে সন্দ্বীপের তিনটি পরীক্ষা কেন্দ্র পৌরসভার দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়,মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় ও গাছুয়া একে একাডেমীতে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    পরীক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫শ জন শিক্ষার্থী প্রতিযোগীতাভিত্তিক এ পরীক্ষায় অংশগ্রহণ করে। শিশুদের মেধা বিকাশে এম. হোসাইন ট্রাস্টের আওতায় বিগত ২০০৪ সাল থেকে এ প্রতিযোগীতাভিত্তিক পরীক্ষার আয়োজন করা হয়।উক্ত ট্রাস্টের মূল পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী মোশারফ হোসেন জসিম।

    প্রসঙ্গত উল্লেখ্য যে এই পরীক্ষা পরিচালনা বোর্ডের দায়িত্ব পালন করেন সন্দ্বীপ প্রেসক্লাবের ১১ জন সংবাদকর্মী। তার মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন প্রেসক্লাব সভাপতি মোঃ রহিম উল্যা,পরীক্ষা সচিব ইলিয়াস কামাল বাবু, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাষ্টার সাইফুল ইসলাম ইনসাফ, সহকারী পরীক্ষা সচিব বাদল রায় স্বাধীন, সুফিয়ান মানিক সহ ডাঃ মোজাম্মেল হোসেন,মহিউদ্দীন শাহজাহান, ডাঃ রিদোয়ানুল বারী, ইসমাঈল হোসেন মনি,গোফরান উদ্দিন রানা,গোলাম মোস্তফা লিটন, আলী হোসেন প্রমুখ।

    পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডের সচিব ইলিয়াস কামাল বাবু বলেন এম হোসাইন ট্রাষ্ট্রের এই পরীক্ষা ১৯ বছর অতিক্রম করে ২০ বছরে পদার্পন করছে। এবং বেসরকারী বৃত্তির মধ্যে এই বৃত্তি সন্দ্বীপ বাসীর প্রশংসা কুড়িয়েছে। এই ট্রাস্ট বৃত্তি পরীক্ষার পাশাপাশি অন্যান্য মানবিক কাজও করে থাকে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব