আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে চন্দনাইশে বিক্ষোভ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হযরত শাহ আমিনুল্লাহ (রাহঃ) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা’র শিক্ষার্থীরা। আজ ৩০ অক্টোবর সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে চৌধুরী মাকের্ট এর প্রধান প্রধান ফটক অতিক্রম করে আবার মাদ্রাসা প্রাঙ্গনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা সৈয়দুল হক,শিক্ষক হাফেজ ফোরকান উদ্দিন,হাফেজ আবছার,হাফেজ ইরফান উদ্দিন,হাফেজ রিজবী প্রমুখ। এসময়‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’ আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’ ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এসময় বক্তারা বলেন ‘ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর