
চট্টগ্রামের চন্দনাইশে ঋনের টাকা পরিশোধ করতে না পাড়ায় বরুন দত্ত নামে (৪৫) বছর বয়সী এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল দুপুরে উপজেলাধীন দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজারী বাড়িতে এ ঘটনা ঘটে। বরুন দত্ত ওই এলাকার গোপাল দত্তের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,বরুন দত্ত দীর্ঘদিন ধরে ঋনের টাকা পরিশোধ করতে না পেড়ে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। যার ফলশ্রুত সে ঘটনার দিন তার নিজ ঘরের রুমের মধ্যে দীর্ঘক্ষণ অবস্থান করেন। পরে তার পরিবারের সদস্যরা তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতরে যায়। সেখানে তাকে বিমের সঙ্গে দড়ি বাঁধা ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ঋণের দায়ে তিনি মানসিক বিপদগ্রস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।