আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    পটিয়া কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তারা

    ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    পটিয়া: চট্টগ্রাম-১২(পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী সমর্থনে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় বক্তারা বলেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে শেখ হাসিনার নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। শেখ হাসিনা তৃর্ণমুল থেকে উঠা আসা একজন বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহারুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়ে প্রমাণ করেছেন। আজ পটিয়ার সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আগামী ৭ই জানুয়ারি ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুসুমপুরা উচ্চ বিদ্যালয় হলরুমে উপরোক্ত কথা বলেন।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।
    এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফারুক, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা জুলকারনাইন চৌধুরীর জীবন, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য চৌধুরী আবুল কালাম।
    কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এম হোসাইন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, সহ-সভাপতি শাহাদাত হোসেন ফরিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ঋষি বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আবু সুফিয়ান টিপু, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম, উপজেলা আওয়ামী লীগ ত্রআন ও দূযোগ বিষয়ক সম্পাদক মোঃ এমরান মনা, সহ প্রচার সম্পাদক কাজী মোরশেদ, মহিলা বিষয়ক সম্পাদক জীবন আরা বেগম রুবি, সদস্য এসএমএ কুতুব উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, মাহমুদুর হক, নুরুল আবছার, কাজী জসিম উদ্দীন, দিদারুল আলম পিংকু, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজেদা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী, হাজী কালাম, সরোয়ার খান, নুরুল আলম, কাজী ফরিদ, মোঃ জাফর, মোঃ মিজান, যুবলীগ নেতা নুর আলম ছিদ্দিকী, আবু সাদাত মোঃ সায়েম, আমিনুল ইসলাম লিটন, ইউসুফ খান, খোরশেদ আলম, আজিজ মেম্বার, নেজাম মেম্বার, হিরু মেম্বার, জিয়াউদ্দিন বাবলু, জানে আলম, নাফিস ইকবাল, আজিজুল রহমান, মামুনুর রশিদ, মোঃ এমরান, আব্দুল রহিম, আব্দুল রহমান, আতিকুর রহমান, মিজবাহ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফেজ আইয়ুব , আজম খান, সাইফুল ইসলাম, ডাক্তার শামসুল, ইসহাক, ইউছুপ বাঙালি প্রমুখ।
    বর্ধিত সভায় নৌকার মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর
    জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে
    হলে নৌকার বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। এজন্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ সকলের সহাযোগিতা কামনা করেন।
    ছবির ক্যাপশন
    পটিয়ায় নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী সমর্থনে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অতিথিবৃন্দরা।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর