আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    হাটহাজারিতে সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের একই পরিবারের ৭জন নিহত,আহত-৩

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম হাটহাজারি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপাপাড়া হিন্দুবাড়ি এলাকার একই পরিবারের ৭জন নিহত ও গুরতরে আহত হয়েছে ৩জন। মঙ্গলবার ৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারিয়া মদিনা মসজিদের সামনে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কে চট্টগ্রাম চন্দনাইশের নিজ বাড়ী থেকে ফটিকছড়ি আত্মীয়র বাড়ির যাওয়ার পথে সিএনজি (চট্টগ্রাম থ ১৩০৮১৮) এবং খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী বাস(চট্টমেট্রো ব ১১- ১৮০৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়। নিহতরা হলেন রিতা দাশ প্রকাশ মায়া (৩৫), স্বামী-নারায়ন দাশ, পিতা-মিলন দাশ, মাতা-ছবি দাশ, শ্রাবন্তী দাশ (১৭), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, দ্বীপ দাশ (০৫), পিতা- নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া,দিগন্ত দাশ (০৫), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, বর্ষা দাশ (১২), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, চিনু বালা দাশ (৫০), পিতা-ননী গোপাল দাশ, বিপ্লব দাশ (২৭), পিতা-সম্ভু দাশ সর্ব সাং-মোহাম্মদপুর ধোপাপাড়া,দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ। আহতরা হলেন, নুরজাহান বেগম (৫৫), স্বামী-ফরিদুল আলম, সাং-রামগড়, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি, বাপ্পা দাশ,পিতা-শশীল দাশ, সাং-মোহাম্মদপুর ধোপা পাড়া,দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ, বিপ্লব দে (২৪), পিতা-নেপাল দে,বৈদ্যরহাট, বারমাসিয়া ফটিকছড়ি। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর