আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রাম জেলা পরিষদের ৫ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বঙ্গবন্ধুর টানেল উদ্বোধনের দিন ১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা পরিষদের ৫ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

    বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে জেলা পরিষদের ৫ প্রকল্প।

    উদ্বোধন হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- জেলা পরিষদের ১৮ তলা জেলা পরিষদ টাওয়ার, এক হাজার আসন বিশিষ্ট পটিয়া শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস কমপ্লেক্স, রাউজানে শেখ কামাল কমপ্লেক্স এবং আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় জেলা পরিষদ ডাকবাংলো।
    সংবাদ সম্মেলনে এটিএম পেয়ারুল ইসলাম জানান, ১৮ তলা জেলা পরিষদ ভবন নির্মাণে ব্যয় ছিল ৭৭ কোটি ১৮ লাখ ৪১ হাজার ২৯৭ টাকা। পরে বিভিন্ন সংযোজন ও আনুষঙ্গিক কাজসহ প্রকৃত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এছাড়া পটিয়া শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। যার সম্পূর্ণ ব্যয় বহন করছে সরকার। রাউজানে তিনতলা বিশিষ্ট শেখ কামাল কমপ্লেক্স প্রকল্পে ব্যয় ৭ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা, আনোয়ারায় আধুনিক ডাকবাংলো নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ৯০ লাখ টাকা, রাঙ্গুনিয়ায় পুরাতন জরাজীর্ণ ডাকবাংলোটি ভেঙ্গে নতুন আধুনিক ডাকবাংলো নির্মাণে ব্যয় প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা।

    তিনি জানান, ‘মানানীয় প্রধানমন্ত্রী টানেলের সঙ্গে চট্টগ্রামের আরও বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। জেলা পরিষদ টাওয়ারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ নির্মাণের মাধ্যমে এ অভিযাত্রায় সামিল হতে পারা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আরও এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি।’

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর