আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ মঙ্গলবার ║ ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    ফিলিস্তিনী মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন, হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদ এবং তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক সংহতি সমাবেশ শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা আন্দরকিল্লা শাহী মসজিদের উত্তর গেইট চত্বরে মাওলানা আলী ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
    বক্তব্য রাখেন, নায়েবে আমীর আল্লামা লোকমান হাকিম, যুগ্মমহাসচিব মাওলানা মীর ইদরীস, কেন্দ্রীয় অর্থসম্পাদক মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সহকারী আইন সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, মাওলানা এনামুল হক মাদানী, মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, মাওলানা আতাউল্লাহ হোসাইনী, মুফতি হাসান মুরাদাবাদী, মাওলানা হাফেজ ফায়সাল, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা এরফান হালিম, মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা শামসুল হক, মাওলানা কারি মুবিনুল হক, মাওলানা আসাদ উল্লাহ,
    সঞ্চালনা করেছেন মাওলানা কামরুল ইসলাম কাসেমী।
    আজকের সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার তাওহিদী জনতা অংশ গ্রহন করেন। আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল আন্দরকিল্লাহ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।

    প্রধান অতিথির ভাষণে আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বলেছেন, ইহুদীবাদি অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনী মুসলমানদের উপর ভয়াবহ জুলুম চালাচ্ছে। ফিলিস্তিনীদের আবাসভূমি অবৈধভাবে দখল করে তাদেরকে বাস্তুচ্যুত করে রেখেছে। একই সাথে তাদের উপর ধারাবাহিক নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে।
    ইজরাইল সরকার ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় আমরা ‘বাকরুদ্ধ’ হয়ে পড়েছি। আমরা এই বর্বরোচিত হামলার ঘটনায় কঠোর নিন্দা এবং হতাহত মজলুমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
    এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধও। তিনি আরো বলেন, পশ্চিমাদের প্রত্যক্ষ সমর্থনে তেইশ লক্ষ গাজাবাসির উপর ইজরাইল নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে।
    হেফাজত আমীর বলেন, আমাদের যদি সামর্থ থাকতো, তাহলে মজলুম ফিলিস্তিনী মুসলমানদের সাথে মিলে ইহুদিবাদী জালেম ও অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে জিহাদে আমরাও শরীক হতাম। কারণ, প্রথম কিবলা মসজিদুল আকসা মুক্ত করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। আমাদের যেহেতু সেই সুযোগ নেই, তাই আমরা তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি ও সমর্থন প্রকাশ করছি।
    হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশের সর্বস্তরের আলেম সমাজ, ছাত্র ও তাওহিদী জনতার প্রতি ইহুদীবাদি আগ্রাসী ইসরাইলের উৎখাত এবং ফিলিস্তিনী মুসলমানদের বিজয় ও নিরাপত্তা কামনা করে দেশব্যাপী মসজিদে মসজিদে প্রতিদিন ফজরের নামাযে কুনুতে নাযেলার আমল জারি করার আহ্বান জানান।
    এবং আগামি ২৫ অক্টোবর’২৩ বুধবার ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের “জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন” সফল করার জন্য সর্বস্তরের ওলামায়ে কেরামের প্রতি আহ্বান জানান।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর