বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাহসী জনতার দুর্বার আন্দোলনে অভূতপূর্ব সাফল্যের ফলশ্রুতিতে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত। তবে মানব সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা বন্যার্তদের সহায়তা প্রদান করে যাচ্ছে। এই অবস্থায় বিএনপির কেউ যদি কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকে তা বরদাশত করা হবে না। দলের অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। বিএনপিতে সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে বিএনপিতে যোগদান করানো যাবে না। কেউ যাতে বিএনপির নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাতে না পারে সে সম্পর্কে বিএনপি নেতাকর্মীকে সাবধান থাকতে হবে।
এসময় তিনি সমাজের বিত্তশালী ও বিএনপি নেতাকর্মীদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি শুক্রবার (৩০ আগষ্ট) বিকালে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর, সোনাগাজী সদর, আমিরাবাদ ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, পতিত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগীরা দেশে পরিকল্পিত অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা নানান লুটতরাজ ও অপকর্মে লিপ্ত রয়েছে। এসব সন্ত্রাসী কাজে লিপ্ত দুষ্কৃতিকারীদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে তাদের আইনের আওতায় আনতে হবে। আইনকে যাতে কেউ নিজ হাতে তুলে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকবে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাবলু, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সেন্টু, জেলা বিএনপির সদস্য শামসুদ্দিন খোকন, রবিউল হক শিমুল, পৌরসভা বিএনপির সভাপতি আবু মোবারক দুলাল, সি. সহ-সভাপতি ইমাম উদ্দীন ভূঁইয়া প্রমুখ।