বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত অধ্যাপক পুলিন দে বঙ্গবন্ধুর আদর্শকে আমৃত্যু ধারণ করে গেছেন। বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ স্পৃহায় তিনি ছিলেন সাহসী যোদ্ধা। রাজপথের আন্দোলনে তিনি ছিলেন অকুতোভয় সৈনিক। ব্রিটিশ বিরোধী লড়াই-সংগ্রামে মাস্টার দা সূর্য সেনের সহযোদ্ধা অধ্যাপক পুলিন দে আমৃত্যু রাজপথেই ছিলেন। তার মতো ত্যাগী ও আত্মনিবেদিত রাজনৈতিক নেতার এখন বড়ই অভাব। তিনি গতকাল বুধবার (১১ অক্টোবর) পটিয়ার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা অধ্যাপক পুলিন দে এর মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ছৈয়দ, ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রণধীর চক্রবর্তী মেম্বার, কাজল দাশ, বিপ্লব দে, অনুপ দত্ত, নিকাশ দে, পটিয়া উপজেলা যুবলীগ নেতা হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।
খবরটি পড়েছেন : ২০ ১৯