মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ১৬ ডিসেম্বর নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্লাসরুমে অনুষ্আঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সৈয়দা আয়েশা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু।এসময় তিনি বলেন, বিজয় দিবসে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা। দেশ আজ গণতন্ত্র উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে পরিপূর্ণতা দেওয়ার লক্ষে দেশরত্ন শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিরয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্য ঘোষণা করা হয়েছে রূপকল্প ২০৪১। আরো বক্তব্য রাখেন নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী বিবি রহিমা, ফখরুল করিম মোগল, মো: আবু ছালেহ, লুৎফুন নাহার, ফারহানা আরেফিন, কোহিনুর আক্তার, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নুর নবী প্রমুখ।