নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের কোতোয়ালী থানা চত্ত্বরে জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে নগর শ্রমিক লীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম আওয়ামী মোটর চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগর ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, বাংলাদেশ অটোরিকশা (সিএনজি) অটোটেম্পু শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল ও সহ-সভাপতি মোহাম্মদ সবুজ, ডিজিটাল পাবলিসিটি কাউন্সিলের সভাপতি স ম জিয়া, আন্তর্জাতিক ডিজিটাল বাংলাদেশ মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাসান মুরাদ, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন রিপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সোহেল ও চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আবু হানিফ জনি ও সাংগঠনিক সম্পাদক বায়োজিদ ফরাজি, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের সহ-সম্পাদক মোহাম্মদ শাহেদ, অর্থ-সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের শ্রমিকনেতা ইকবাল হোসেন দুলাল, চট্টগ্রাম মহানগর হোটেল রেস্টুরেন্ট শ্রমিক লীগের সভাপতি আলী আকবর বাবর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের উপদেষ্টা জামাল উদ্দিন, মো. বখতিয়ার, মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের নেতা মো. সুরুজ মিঞা, জসিম উদ্দিন, মোহাম্মদ হাশেম প্রমূখ নেতৃবৃন্দ। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ’জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাতের হাজারো দেশী বিদেশী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। বাংলাদেশের মানুষের জন্য ইহা একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। যাহা বাংলাদেশ আওয়ামী লীগের এবং জননেত্রী শেখ হাসিনার জন্য রাজনৈতিকভাবে মহাবিজয়। এই বিজয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা আনন্দিত। বিএনপি-জামাত গং দেশে হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং নির্বাচন বানচালের যে কোন অপচেষ্টা চট্টগ্রামের শ্রমিক সমাজ তথা নগর শ্রমিক লীগের নেতা-কর্মীরা রাজনৈতিক ভাবে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন।