আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সেলিম উদ্দীন হায়দার স্থানীয় সাংবাদিকদের সথে এক মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় তিনি বলেন আওয়ামীলিগ এর প্রতিকূল সময়ে আমার প্রচুর শ্রম ও ত্যাগ ছিলো তাই আমি এবারও দলীয় মনোনয়ন চাইবো এবং সে বিবেচনায় আমি মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকবো নেত্রীও আমাকে মুল্যায়ন করবেন।
১৪ অক্টোবর সন্ধ্যা ৭ টায় এনাম নাহার মোড়স্থ হোটেল তাজ এর কনফারেন্স রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি লিখিত বক্তব্যে উক্ত কথা গুলো উপস্থাপন করেছেন।
তিনি আরো বলেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সানুগ্রহ পেয়ে দলীয় প্রতীক নৌকা পেলে বিজয়ী হয়ে আমি সন্দ্বীপকে একটি মডেল উপজেলা হিসেবে উপহার দেবার দৃপ্ত প্রত্যয় ব্যাক্ত করছি।সে কাঙ্খিত প্রতীক পেয়ে নির্বাচিত হলে সন্দ্বীপবাসীর আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আমার দৃৃঢ় নেতৃত্বে।
উক্ত মতবিনিময় সভায় সন্দ্বীপে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা সহ অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।