বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাটামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয়দের সাথে আলোচনা সভা করেছে শিকলবাহা তিন ওয়ার্ড বিএনপি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকলবাহা মাষ্টারহাট চত্বরে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও শিকলবাহা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান ও ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনসার জিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু তৈয়ব কন্ট্রাক্টার।
বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলায়মান দোভাষী, সদস্য সচিব মো. আবু তাহের, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আমিরী, কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম মেম্বার, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম শফিউল করিম শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তৈয়বুল আলম আংকুর।
অনুষ্ঠানে বক্তরা বলেন, রাষ্ট্র কাটামো মেরামতে যে ৩১ দফা তারেক রহমান ঘোষণা করেছে তা শুধু বিএনপি কিংবা নির্দিষ্ট কোন সংগঠন বা দলের জন্য নয় এই ৩১দফা নতুন বাংলাদেশ’কে মেরামত করতে তারেক রহমানের এই ঘোষণা। আমরা যদি তা বাস্তবায়ন করতে পারি তাহলে এর ফল পুরো বাংলাদেশের জনগণ ভোগ করতে পারবে।