বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাটামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম মামুন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে এলাকাবাসীর সাথে আলোচনা সভা করেছে শিকলবাহা ৪নং,৫নং ও ৬নং ওয়ার্ড বিএনপি।
(২৮সেপ্টেম্বর) শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহবায়ক সোলায়মান দোভাষীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মো: শওকত আলী ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো:ইকবালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু তৈয়ব কন্ট্রাক্টার,বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আবু তাহের,সিনিয়র যুগ্ম আহবায়ক ইদ্রিস আমিরী,আব্দুর রউফ,বিএনপি নেতা, জয়নাল আবেদীন আজাদ,সেলিম ইমরান,সাহাবউদ্দিন, মনছুর উদ্দিন,রুহুল আমীন,জহুরুল আলম, শাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মো নুরুল ইসলাম মেম্বার, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম শফিউল করিম শফি, স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন,উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর,মহিলা নেত্রী উম্মে মিরজান শামীম,মো: ইলিয়াস,মো: সোলাইমান,মো: মোজাম্মেল হক,মো: ফরহাদ হোসেন।যুবদল নেতা সামিমুর রহমান ফয়সাল,মো:আমজাদ,আব্দুল মজিদ প্রমূখ।
এসময় বক্তরা বলেন,রাষ্ট্র কাটামো মেরামতে যে ৩১ দফা তারেক রহমান ঘোষণা করেছে তা শুধু বিএনপি কিংবা নির্দিষ্ট কোন সংগঠন বা দলের জন্য নয় এই ৩১দফা আগামীর নতুন বাংলাদেশ’কে মেরামত করতে তারেক রহমানের এই ঘোষণা,আমরা যদি তা বাস্তবায়ন করতে পারি তাহলে এর ফল ভোগ করতে পারবে বাংলাদেশের জনগণ।
এ-সময় তারা আরও বলেন, নব্বই দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের দক্ষিণ জেলার অন্যতম সংগঠক এস এম মামুন মিয়া বিগত চল্লিশ বছর ধরে যিনি আনোয়ারা কর্ণফুলীর প্রত্যেক বিএনপির নেতাকর্মীদের খুজ খবর নিতেন সুখে দুখে
যাকে আমরা কর্ণফুলী বিএনপি অভিভাবক হিসেবে পাশে পেয়েছি,বিএনপির সুদিনে আজ বিভিন্ন দিকে তাকে নিয়ে একটি শ্রীমহল নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,সেই ষড়যন্ত্রের শিকার আমার আপনার নেতা এস এম মামুন মিয়া,ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য বলছি আপনারা যারা এস এম মামুন মিয়া’কে নিয়ে যে নোংরা খেলা শুরু করেছেন অচিরেই তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আনোয়ারা কর্ণফুলী প্রত্যেকটি বিএনপি নেতা কর্মী প্রস্তুত রয়েছে।