দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ-উপলক্ষে ১৪ নভেম্বর ( মঙ্গলবার) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দেশব্যাপী সকল প্রান্তের সাথে সংযুক্ত থাকবেন তিনি। মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় এবং অন্যান্য প্রযোজ্য প্রতিষ্ঠানসমূহ সুবিধাজনক স্থান থেকে এ ভিডিও কনফারেন্সিং-এ সংযুক্ত হবে।
সকাল ১০টায় চট্টগ্রামের জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চট্টগ্রাম জেলার ৯ প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত মোট ১৫ টি প্রকল্পের শুভ উদ্বোধন এবং ১টি প্রতিষ্ঠানের ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিএমপির কমিশনার, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ; পুলিশ সুপার, চট্টগ্রাম ; মহানগর ও জেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণসহ চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ইতোমধ্যে চট্টগ্রাম জেলার সকল কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক, চট্টগ্রাম এর সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এবং সকল দপ্তরের উপস্থিতি তে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।