ইসকন সংক্রান্তে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হাজারী গলির বিরাজমান উত্তেজনা নিরসন, এলাকাায় শান্তি প্রতিষ্ঠায়, নিরাপরাধ ঔষধ ব্যাবসায়ী ও কর্মচারিদের গ্রেপ্তার না করতে, ইতিপূর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্য হতে নিরপরাধ ঔষধ ব্যাবসার মালিক-শ্রমিকদের মুক্তি দেয়ার বিষয়ে সহযোগিতা চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সাথে বৈঠক করেছেন হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা (বিসিডিএস) শাখা, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার নেতৃবন্দ।
১০ নভেম্বর(রবিবার) ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতির একটি প্রতিণিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে উক্ত বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে বক্তব্য রাখেন হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম-এর সভাপতি আজগর আলী, সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মি. যিসু বণিক।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক বিকাশ কান্তি সিংহ, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা শাখা(বিসিডিএস)’র সহ সভাপতি জয় প্রকাশ দাশ, সহ-সভাপতি শাহজাহান ছিদ্দিকী, সহ-সভাপতি দিলীপ কুমার ধর, যুগ্ম সম্পাদক রাজীব ধর তমাল, প্রশান্ত কুমার পান্ডে প্রমুখ।
বৈঠকে উপস্থিত ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দরা চসিক মেয়র এর দৃষ্টি আকর্ষণ করে গত ৫ নভেম্বর হাজারী গলি ও আশপাশের এলাকায় সংগঠিত ঘটনায় যৌথবাহিনীর উপর দুষ্কৃতকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরূপ ঘটনা আর পুনরাবৃত্তী না হওয়ার জন্য সচেষ্ট থাকার প্রতিশ্রæতিসহ প্রকৃত দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং জাতীয় অর্থনীতির যোগানদাতা জীবনরক্ষাকারী বাংলাদেশের বৃহৎ ঔষধ বাণিজ্য হাব হাজারী গলির ঔষধ ও জুয়েলারী মার্কেট ও দোকান নিরবিচ্ছিন্নভাবে খোলা রাখার পরিবেশ নিশ্চিৎ করার জন্য আটককৃদের মধ্যে নিরপরাধীদের মুক্তিসহ অত্র ঘটনায় লিপিবদ্ধ মামলার এজাহার বহির্ভূত নতুন করে নিরপরাধ কোন ঔষধ ব্যাবসায়ী ও কর্মচারীকে ঢালাওভাবে গ্রেপ্তার না করতে মাননীয় চসিক মেয়রের আইনগত সহযোগিতা কামনাসহ হাজারী গলির আভ্যন্তরিণ ও বহিরাগত দুষ্কৃতকারীদের কবল থেকে ও পতিত স্বৈরাচারের দোসরদের উন্ধন ও প্ররোচনায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র থেকে ঐতিহ্যবাহী হাজারী গলির ব্যাবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করণে হাজারী লেইন, টেরীবাজার ও কেসিদে রোড় এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করণসহ এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সহযোগিতা কামনা করেন।