পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে ২ লাখ টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ সমিতি দুবাইয়’র শারজার দপ্তর সম্পাদক ও ব্যবসায়ী মোঃ বদিউল আলম। বিদ্যালয়টির পক্ষ থেকে তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে মনোনীত করা হয়।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ হামিদ আলী নবাগত আজীবন দাতা সদস্য মোহাম্মদ বদিউল আলমের হাতে আজীবন দাতা সদস্যের অভিনন্দন পত্র তুলে দেন।
মোঃ বদিউল আলম হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের শামসুল আলমের সন্তান। তিনি শারজা চিটাগং বিজনেস কাউন্সিলরের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে জড়িত।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ হামিদ আলী বলেন, বিদ্যালয়ের অগ্রযাত্রায় মোহাম্মদ বদিউল আলমের মতোর বিত্তশালীরা এগিয়ে আসলে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আরো সমৃদ্ধ হবে।
বদিউল আলম বলেন, নিজ এলাকার স্কুলে অনুদান দিতে পেরে খুশি লাগছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।