পটিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনন্য একটি উদ্যোগের বাস্তবায়ন হচ্ছে স্মার্ট কার্ড। শেখ হাসিনা নির্দেশে সারাদেশের ন্যায় পটিয়া পৌরসভায় জনসাধারণের হাতে হাতে পৌঁছে যাচ্ছে স্মার্ট নাগরিকের পরিচয় স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিকগণ বিভিন্ন ধরনের আধুনিক মানের সেবা পাবেন। এই কার্ডটি একজন নাগরিকদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। স্মার্ট কার্ড হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। তাই আগামী জাতীয় সংসদ নিবার্চনের উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতাই আনার আহবান জানান। তিনি গতকাল মঙ্গলবার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পটিয়া পৌরসভায় ৬নং ওয়ার্ডের জনসাধারণের নিকট স্মার্ট কার্ড এর কার্যক্রম শুভ উদ্বোধন কালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, সংরক্ষিত আসন-২ এর মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, মোঃ আজম চোধুরী, হাজী সাদেক হোসেন, ফরিদ আহমদ, মুজিবুল ইসলাম চৌধুরী, মো: কাসেম, মোঃ আজম চোধুরী, হাজী সাদেক হোসেন, ফরিদ আহমদ, মো: কাসেম।