চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান হরতাল অবরোধেও নিয়মিত চলছে ক্লাস পরীক্ষা। সেশনজট এড়াতেই শিক্ষক শিক্ষার্থীরা পাঠ কার্যক্রম স্বাভাবিক রাখতে সচেষ্ট। হরতাল অবরোধের কারনে যে কোর্সের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেসব পরীক্ষা শুক্রবার, শনিবারে অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্দিষ্ট শিডিউলেই চলছে শাটল ট্রেন। শিক্ষকদের জন্যও বিশেষ শিডিউলে চলছে বাস।
এবিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর হোসাইন বলেন, চলমান হরতাল অবরোধে নিয়মিত ক্লাস পরীক্ষা হওয়ায় আমরা অনেক উপকৃত হচ্ছি। যেহেতু নিয়মিত ক্লাস পরীক্ষা না হলে আমরা সেশনজটে পড়ে যাব এবং শিক্ষা জীবন শেষে চাকুরীর পরীক্ষায় কম সময় পাব তাই আমরা মনে করি ক্লাস পরীক্ষা চলমান থাকায় এ শঙ্কা কিছুটা হলেও কমবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, আমরা চলমান হরতাল অবরোধে নিয়মিত আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রেখেছি। যেহেতু করোনায় শিক্ষার্থীদের ২ বছর শিক্ষা জীবন থেকে নষ্ট হয়ে গিয়েছে তাই আমরা চাচ্ছি যেন তাদের সময় আর নষ্ট না হয়। এজন্যই আমরা শুরু থেকেই শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক রেখেছি। শিক্ষকদের বাসও চলাচল স্বাভাবিক রয়েছে।