আজ শনিবার ║ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    ফিরিঙ্গী বাজারওয়ার্ডে দূর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা হাসান মুরাদ বিপ্লব

    সাম্প্রদায়ীক অপশক্তি দেশকে আবারো অস্থিতিশীল করতে চায়

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৩৩ নং ফিরিঙ্গী বাজারওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব এর আয়োজনে পূজা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও স্থানীয় গন্যমান্য এবং প্রশাসনিক কর্মকর্তার সাথে আইন-শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সভায় কাউন্সিলর বিপ্লব এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, চলচ্চিত্র অভিনেতা পংকজ বৈদ্য সুজন, এড. দীপক চৌধুরী, সাব-ইন্সপেক্টর মো. নওশের কোরেশী, সদরঘাট থানা পুজা উদযাপন পরিষদ সভাপতি রাজীব নন্দী বাবু, কোতোয়ালি থানা পুজা উদযাপন পরিষদ সভাপতি লিটন কুমার শীল, কোতোয়ালি থানা ছাত্রলীগ সভাপতি অনিন্দ্য দেব, নারী নেত্রী বৃষ্টি বৈদ্য। এসময় ওয়ার্ডের০৯ টিপূজা মণ্ডপের জন্য কাউন্সিলর এর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্পদায়িক চেতনার দেশ, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সকল সম্প্রদায় সম্প্রীতির চাদরে বসবাস করেন। কিন্তু ৭১এর পরাজিত অপশক্তি রাজনীতিক ফায়দা লুটার জন্য সাম্প্রদায়ীক শক্তি বারবার দেশকে অস্থিতিশীর করার চেষ্টা করেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব