রাজধানীর পল্টন থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদকে (৬২) আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সিএমপির খুলশী এলাকর তুলাতলি থেকে তাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
সিএমপির জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মো.তারেক আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।
সিএমপির পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদেরের নেতৃত্বে কোতোয়ালী থানার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্টন থানার একটি হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, তিনি ১৯৮৮ সালে ৭ম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত হন। তিনি ২০১৭-১৯ সাল পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। সর্বশেষ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে ২০২২ সালের মে মাসে অবসরগ্রহণ করেন। পরবর্তীতে ২০২৩ সালে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হন এবং গত ৮ অক্টোবর পদত্যাগ করেন। উল্লেখ্য যে, উপর্যুক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।