সাংবাদিক নজরুল ইসলামের মায়ের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে ‘জাতীয় সাংস্কৃতিক মঞ্চ’ চট্টগ্রাম শাখা। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৪ টায় নগরের চেরাগি পাহাড়স্থ লুসাই ভবনে সংগঠনের কার্যালয়ে সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় সভাপতি কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব লেখক ও গবেষক সাংবাদিক কামাল উদ্দিন, দৈনিক সকালের সময়’র চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টু, সাপ্তাহিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল গফুর তালুকদার, দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিবেদক আব্দুল মতিন চৌধুরী রিপন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চের দপ্তর সম্পাদক আয়মান ওসমান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক আমাদের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক কবি আব্দুল্লাহ মজুমদার, কবি অভিলাষ মাহমুদ, মহানগর ছাত্রলীগ নেতা এডভোকেট অমিত চক্রবর্তী, শিল্পী মৌ চৌধুরী, সাংবাদিক কে এম আলী হোসেন প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মুছা।
উল্লেখ্য, সাংবাদিক নজরুল ইসলামের মা জয়নাব বেগম গত ১৪ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।