আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগ এর এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলিগের সভাপতি ও মেয়র মোক্তাদের মাওলা সেলিম,সভা সঞ্চালনা করছেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র সফিকুল মাওলা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ জামিল ফরহাদ,উপজেলা আওয়ামীলিগ নেতা সলিমুল্লাহ সেলিম সহ পৌরসভার সকল কাউন্সিলর ও পৌর আওয়ামীলিগ ও ওয়ার্ড আওয়ামীলিগের বিভিন্ন নেতৃবৃন্দ।
১০ ডিসেম্বর বিকালে সন্দ্বীপ পৌরসভার হলরুমে আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামীলিগ এর মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতার পক্ষে জনমত সৃষ্টি,আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরা,নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা, কেন্দ্র কমিটি গঠন ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও উৎসব মুখর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন আওয়ামীলিগকে নির্বাচনে পরাজিত করে দেশের উন্নয়নে বিঘ্ন ঘটানোর জন্য দেশীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র সহ স্বাধীনতা বিরোধী চক্র সক্রিয় রয়েছে। তাদের অপতৎপরতা ঠেকাতে আমরা সবাই সজাগ ও সচেতন ভাবে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও নির্বাচনকে উৎসব মুখর ও বিতর্কহীন করতে অন্যান্য দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতি সহনশীল আচরন করতে হবে।তবে সর্বোপরী আওয়ামীলিগের নির্বাচিত প্রার্থীর জয় সু-নিশ্চিত করা হবে আমাদের আজকের সভার মুল উদ্দেশ্য।