দু:স্থ ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে শেখ হাসিনার সরকার সারা দেশে সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন ভাতা চালু করেছেন। ভাতা বিতরণে অনলাইন পদ্ধতি চালু হওয়ায় কমেছে দুর্নীতি,অনিয়ম ও দালালদের দৌরাত্ন্য।চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হারামিয়া ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এ কথা বলেন। রবিবার সকালে হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে প্রায় ছয় হাজার সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন। আওয়ামী লীগ নেতা কাজী রকিবুল আহসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,উপজেলা ভূমি কর্মকর্তা সৈয়দ মুরাদ হাসান,ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, সমাজসেবা কর্মকর্তা তাজিমুল হালিম,সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মো: রহিম উল্যা প্রমূখ।
সভায় সরকার প্রদত্ত সুবিধা ভোগ করে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও কলেজ ছাত্র/ছাত্রীরা।
এ সময় সুবিধাভোগীরা ভাতার পরিমান আরো বৃদ্ধি করার অনুরোধ জানান আগত ভাতাভোগীরা