সন্দ্বীপে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে পৌরসভা ৭ নং ওয়ার্ড শ্রমিক লীগ ও নাজির হাট ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। ৮ ডিসেম্বর সন্ধ্যায় চৌমুহনী বাজার ও নাজির হাট সহ দুটি স্থানে এই মতবিনিময় সভা করলেন তিনি।
দুটো মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র সফিকুল মাওলা, শ্রমিকলীগ
নেতা শেখ সাহেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় কালে মেয়র সেলিম ও প্যানেল মেয়র সফিকুল মাওলা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপের দুই বারের নির্বাচিত এমপি মাহফুজুর রহমান মিতাকে আবারো আওয়ামীলিগের দলীয় মনোনয়ন দিয়েছেন। যোগ্য সাংসদের দক্ষভাবে দায়িত্ব পালন ও দৃঢ় নেতৃত্বের পুরস্কার হিসাবে তৃতীয় বারের মতো এ মনোনয়ন দিয়েছেন। তিনি কর্মী বান্ধব ও জনবান্ধব কাজে প্রশংসনীয় ভূমিকা রেখেছিলেন বলে নেত্রী এবারও তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। তাই আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতাকে আবারো ক্ষমতায় বসিয়ে আপনারা তার প্রতিদান দেবেন।তার জন্য সন্দ্বীপ বাসীর স্বার্থে কঠোর পরিশ্রম করে আপনারা জনগনকে উন্নয়নের বার্তা পৌঁছাতে হবে।