আজ শনিবার ║ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    সন্দ্বীপে বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    সন্দ্বীপে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ আসার পর থেকে সবচাইতে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। তারমধ্যে অন্যতম হলো মিটার ও খাম্বা বানিজ্য। যার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের অনেক অসাধু কর্মকর্তা সহ একটি সিন্ডিকেট ও কাজ করেছে। তাই দলমত, ধর্ম, বর্ন নির্বিশেষে সাধারন গ্রাহকের মেলেনি বিদ্যুৎ সেবা। কেবল মাত্র যারা ঘুষ দিয়ে বিদ্যুৎ নিতে সক্ষম হয়েছে তারাই ভোগ করতে পেরেছে বিদ্যুৎ এর সুবিধা। অন্যদিকে অপ্রয়োজনীয় জায়গা বা যেখানে জনবসতি নেই এমন জায়গায় বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করে তাদের টার্গেটের বেশীর ভাগ পুর্ন করে জনবহুল এলাকা বা যেখানে বিদ্যুৎ এর চাহিদা রয়েছে সেখানে তৈরি করা হয়েছে খুঁটির কৃত্রিম সংকট।যেটির মূ্ল উদ্দেশ্য ছিলো খুঁটি ও মিটারের নামে বিশাল বানিজ্য।

    ২৪ আগষ্ট বিকালে সন্দ্বীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ কর্তৃক আয়োজিত গণশুনানীতে উঠে আসে এই সমস্ত অনিয়মের সীমাহীন তথ্য।

    সন্দ্বীপের তালতলী বাজার সংলগ্ন পিডিবির সাব স্টেশন মাঠে অনুষ্ঠিত গণশুনানীতে বিদ্যুৎ বিভাগের নানা দূর্নীতি, অনিয়ম ও হয়রানীর কথা গ্রাহকরা তুলে ধরার পর বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা তা দূরীকরনে যথাযথ ব্যাবস্থা নেবেন বলে সবাই কে আশ্বস্ত করেন। বিশেষ করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে পিলার স্থাপনকে সহজলভ্য করা,মিটার সমস্যার সমাধানে তড়িৎ পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তারা।অন্যদিকে মিটার বাণিজ্যের বিপরীতে গ্রাহকরা আবেদন করে যেকোন দোকান থেকে মিটার কিনে বিদ্যুৎ অফিসে জমা দিতে বললেন কর্তৃপক্ষ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিতরণ চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির, সন্দ্বীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ শামসুদ্দিন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের উপ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোর্শেদ মনজুরুল ইসলাম।স্থানীয়দের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার দূর্নীতি ও অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,আজমত আলী বাহাদুর, আলমগীর ঠাকুর,নিঝুম খাঁন,ফোরকান উদ্দিন রিজভী, পাশা সুজন,এস.এম মাহবুবুল আলম শিমুল, সাবেক কাউন্সিলর নাছির উদ্দিন,পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আকরাম হাসান, সাংবাদিক সালেহ নোমান, মিলাদ উদ্দিন মুন্না, বাদল রায় স্বাধীন, হাসানুজ্জামান সন্দ্বীপি,এম.এ হাশেম ,রিদোয়ানুল বারী, ইলিয়াস সুমন সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি, শিক্ষক ও আলেম সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

    অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ আসার ক্ষেত্রে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্ঠা,সন্দ্বীপ সন্তান ফাউজুল কবির খাঁন ও সাবেক সচিব মনোয়ার হোসেন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব