আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    সন্দীপে ৩৪০ গৃহহীন পরিবারের জন্য বাংলাদেশ নৌ-বাহিনীর পাকা ঘর নির্মাণ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    আশ্রায়ন অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানে উজ্জীবিত বাংলাদেশ নৌ-বাহিনী এবার চট্টগ্রাম সন্দীপে ৩৪০ গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করলো পাকা ঘর।
    গৃহহীন ও ছিন্ন মুল লোকদের জন্য ৬৮ টি ব্যারাকে নির্মান করা ঘর গুলোতে প্রতি ইউনিটে ৫ টি করে মোট ৩৪০ পরিবার বসবাস করতে পারবে।
    বাংলাদেশ নৌ বাহিনীর সূত্রে জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর৷ কার্যালয়ের আওতায় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউজ গুলো নির্মাণ করা হয়।
    নৌ-বাহিনীর নির্মাণ করা এই ব্যরাক হাউজ গুলোর ৫ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর কর্মকর্তা, স্হানীয় উপজেলা প্রশাসন ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    উপজেলা পরিষদ সূত্র জানায় নৌবাহিনীর হস্তান্তর করা এই ঘর গুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গৃহহীন ও ছিন্ন মুল পরিবারের মাঝে দ্রুত হস্তান্তর করা হবে।
    বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিপূর্বে বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার জেলায় ২৩২ প্রকল্পের মাধ্যমে ৪৪৯২ টি ব্যারাক নির্মান করে স্হানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়, এসব ব্যারাকে মোট ৩৩৮২৫ গৃহহীন পরিবার নিরাপদ বসবাস শুরু করেছে।
    এছাড়াও সন্দীপে চলমান একটি প্রকল্পের মাধ্যমে আরো ৩৪০ পরিবারের জন্য ৬৮ ব্যারাক নির্মাণ কাজ চলমান রেখে চলছে বাংলাদেশ নৌ বাহিনী ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব