
চট্টগ্রামের সন্দ্বীপে সংসদ সদস্য পদপ্রার্থীদের প্রতি ৪ দাবি জানিয়েছে সামাজিক সংগঠন অধিকার আন্দোলন। ২৭ডিসেম্বর বুধবার এক পথসভায় এ দাবি জানায়। স্থানীয় উপজেলার কমপ্লেক্স গেইটে বিকেল ৪টায় এ পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পথসভায় সন্দ্বীপ অধিকার আন্দোলন এর পক্ষে সংগঠনটির সভাপতি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি দাবিগুলো জানান।লিখিত বক্তব্যে তিনি সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ সেবা চালু, সন্দ্বীপের ৬০মৌজার সীমানা নির্ধারণ ও নিরাপদ নৌ-রুটসহ স্পীর্ডবোট ভাড়া ২০০ টাকার মধ্যে রাখার দাবি জানিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশের আহবান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম সওদাগর, সাকিল খান, মুন্না,নয়ন,সাহেদ খানসহ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খবরটি পড়েছেন : ২০ ৫৯