চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, এতিমের সম্পদ আত্মসাৎকারী, গ্রেনেড হামলার হোতা, খুনীদের রুখে দাঁড়াতে আগামী সংসদ নির্বাচনে শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে নৌকা প্রতিকে ভোট দিয়ে পূনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
১২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দীন শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য শ্রমিকনেতা মহব্বত আলী খান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পীরজাদা মহররম হোসেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বারের আইনজীবী শফিকুল কবির বিজন, রৌফাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন লিটন। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম পৌর জহুর হকার মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম উন্নয়ন র্কতৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল, সহ-সভাপতি মোহাম্মদ সবুজ, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, সহ-সভাপতি আবু হানিফ জনি, নগর শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আবুল কাসেম, বায়েজিদ থানা শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দনি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হাসান, বাংলাদেশ সড়ক পরবিহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, কার্যকরি সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাসান মুরাদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার পাশা, সাংগঠনিক সম্পাদক বশির আহামদ, বাংলাদেশ সড়ক পরবিহণ শ্রমিকলীগ চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সোহেল, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ চট্টগ্রাম জেলার সভাপতি জাবেদুল আলম জাবদে, হালিশহর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ, চান্দগাঁও থানা শ্রমকি লীগের সভাপতি রুহুল আমনি হাওলাদার, বাংলাদেশ অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের পলিটেকেনিক্যাল শাখার সভাপতি ইব্রাহিম খলিল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকলীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদশে প্রতষ্ঠিায় অংশ নেন। স্বাধীনতা পরবর্তী জাতির পিতার নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত দেশের পূর্নগঠনে ও উন্নয়নে অগ্রণী ভূমকিা পালন করেন। দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকটে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে নেত্রীর হাতকে শক্তিশালী করতে এবং গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শ্রমিকলীগকে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় অর্জনের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের সকল স্তরের নেতা-র্কমীদেরকে এতিমের টাকা আত্মসাৎকারী, অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারী খুনীদের রুখে দাড়াঁতে হবে। শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নগর শ্রমকিলীগের পক্ষ থেকে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, কেক কাটা, বিকেলে শ্রমিক সমাবেশ ও জাঁকজমকর্পূণ র্যালী সহকারে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করা হয়।