আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    পটিয়ায় রোর্ড টু স্মার্ট বাংলাদেশ প্রশিক্ষণ কর্মশালায়- কবির বিন আনোয়ার

    শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলামকে বিজয়ী করতে হবে

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনে সুন্দর ও সুষ্ঠুভাবে অংশগ্রহণ করেছে। আজকে আবার অগ্নিপরীক্ষায় আমাদের উত্তীন হতে হবে। এবারের চ্যালেঞ্জ শুধু নির্বাচনে জিতা নয়, এবারের নির্বাচনটা হতে হবে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য তখনি হয়, যখন জনগণ সেটাতে অংশ নেয়। তাহলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নৌকা মার্কার কোন লোক ঘরে বসে থাকবে না, নিজে আসবেন এবং তার সঙ্গীদের নিয়ে ভোট কেন্দ্রে ভোট দেবেন। এটা হতে হবে আমাদের প্রথম লক্ষ্য। বঙ্গবন্ধুকন্যা সামাজিক নিরাপত্তার বলয়ে বিভিন্ন ধরনের ভাতাসহ, ঘর-বাড়ি করে দিয়েছেন। এই সুবিধাভোগির সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি, মোট ভোটারের এক তৃতীয়াংশ। আমরা তাদের কাছে গিয়ে যদি ভোট প্রার্থনা করি, অনুরোধ করি, বাংলাদেশের মানুষ বেঈমান না, সাধারণ মানুষ অনেক ঈমানদার, তারা দলে দলে আসবে এবং নৌকা মার্কায় ভোট দেবে। সেই পরিবেশ আমাদেরকেই তৈরি করে দিতে হবে। আজকের যে ভদ্র লোক (মোতাহেরুল ইসলাম চৌধুরী) আপনাদের সামনে নৌকা মার্কার প্রার্থী, আজীবন ত্যাগ-তীতিক্ষার মধ্য দিয়ে এসেছেন। আদর্শের বিজয় হবে নাকি অর্থের বিজয় হবে? অন্যায়কে পশ্রয় দেওয়া যাবে। তৃণমূলের কর্মীদের কাছে অনুরোধ, আজকে সময় এসেছে জবাব দেওয়ার, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বিজয়ী করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একটি কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রোড টু স্মার্ট বাংলাদেশ ভোট প্রার্থনা কর্মী (ক্যাম্পেইন) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন নৌকা প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মফিজুর রহমান।
    রোড টু স্মার্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়কারী অধ্যাপক আজিজুল হক মানিকের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, মেজর রবিউল ইসলাম, ট্রেইনার অধ্যাপক কামরুল হাসান, টিটু চাকমা, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরমেয়র আয়ুব বাবুল, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন ফরিদ, মুহাম্মদ ছৈয়দ, বখতিয়ার উদ্দিন, মর্তুজা কামাল মুন্সী, সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন, যুবনেতা ডি এম জমির উদ্দিন, হাসান উল্লাহ চৌধুরী, রাজু দাশ হিরু, পটিয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমতিসার ফাহিম, সাধারণ সম্পাদক মিনহাজ আবেদীন মুন্না, সাব্বির আহমেদ, গিয়াস উদ্দিন সাবির, রায়হান মাহমুদ, শাহেদ খান হৃদয়, আবু নাঈম মারুফ প্রমুখ।
    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আমরা এবার প্রতিজন ভোটারের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং দেশের মানুষের জন্য তার ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে ভোট চাইবো। আমরা বিশ্বাস করি ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
    উদ্বোধক হিসেবে বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে পটিয়া উপজেলার প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে। এছাড়া স্মার্ট কর্নারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরা হবে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব