আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    শাহীনুর সরোয়ারের স্মরণে ‘জান্নাত’ টেলিফিল্মের প্রথম প্রদর্শনী সম্পন্ন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    আ-কার ই-কার চলচ্চিত্রের আয়োজনে প্রয়াত অভিনেতা শাহীনুর সরোয়ারের স্মরণে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তার অভিনিত সর্বশেষ পূর্ণাঙ্গ কাজ টেলিফিল্ম ‘জান্নাত’ এর প্রথম প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

    প্রদর্শনী শেষে স্মৃতি চারণ করেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত বরেণ্য নাট্যজন রবিউল আলম, সাংবাদিক ও কবি নাজিমউদ্দিন শ্যামল, নাট্যজন সাইফুল আলম বাবু, সাংবাদিক ও নাট্যজন প্রদিপ দেওয়ানজি, প্রতিনিধী নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, নাট্যজন মুনির হেলাল, নাট্যজন খালেদ হেলাল, নাট্যজন ও মিডিয়া ব্যক্তিত্ব শেখ শওকত ইকবাল চৌধুরী।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জান্নাত’ টেলিফিল্মের পচিালক আশরাফুল করিম সৌরভ, রচয়িতা আহমেদ কামাল আফতাব, সহকারি পরিচালক নাসরিন হীরা ও সৌরভ পাল।

    অনুষ্ঠানে প্রয়াত শাহীনুর সরোয়ার পরিরার পারিজনদের হাতে ‘জান্নাত’ টিমের পক্ষ হতে সম্মাননা স্বারক ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

    বলে রাখা ভাল, ‘জান্নাত’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত শাহীনুর সারোয়ার, সাবিরা সুলতানা বীণা, শামীম আহমেদ, শেখ আনিস মঞ্জুর সেন্টু, তৌহিদ হাসান ইকবাল, শাহীন চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রামিতা ভৌমিক, রূপায়ণ বড়ুয়া, নাসরিন আক্তার হীরা, মো. ফোরকান, জুয়েনা আফসানা, বিপ্লব ভট্টাচার্য্য, বনানী শেখর রুদ্র, তুলি, বাপ্পী হায়দার, মোশারফ ভুঁইয়া পলাশ, পূর্ণিমা, তাসনুভা শাওরিন, বিকিরণ বড়ুয়া, আশিক আরেফিন, মিরাজ, ফরহাদ শাহরুখ, বীণা দাশগুপ্তা, বড়ুয়া সীমান্ত, মুরাদ হাসান, সাদিয়া করিম, জান্নাতুল পিংকী, মান্নান হিমেল, আবদুল্লাহ চিশতি, সালমা, মামুন খান রাহী, রাবেয়া জামান এঞ্জেলা, জেমিমা খাঁন, আহনাফ আল আরাফ, প্রিয়াঙ্কা, সানজারাহ, প্রাচী, মালিহা, সুহিতা সায়েদা, জয়শ্রী সরকার পূর্ণিমা, ইলমা, অদ্বিতিয়া দে, ইতি, ইয়াসমিন, সুমাইয়া, সাফিয়া, ফারজানা, নীলুফার ইয়াসমিন, সালমা আক্তার প্রমুখ।’

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব