শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসার সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৪-২৫)। সোমবার (১ জানুয়ারি) সমিতির কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান সমিতির নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসাইন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
সমিতির সহকারী নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমদ, সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক আবদুল্লাহ আল আসাদ, সভাপতি রশীদুল হায়দার জাবেদ, পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছা, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম, বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. আবু তৈয়ব, সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী ও সহকারী নির্বাচন কমিশনার বিশ্বরুপ দাস গুপ্তসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের প্রধান, সিনিয়র অফিসার এবং সমিতির বিগত সংসদের নেতারা।
শপথ গ্রহণ শেষে কমিটির নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও রেজিস্ট্রার কে এম নুর আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।