সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় আঞ্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউছুল আজম দস্তগীর কনফারেন্স ৪র্থ দিবসে বক্তারা বলেন, মহান আল্লাহ পাক যুগে যুগে নবী, রাসূল (সা:) ও আউলিয়া কেরামদের পৃথিবীতে প্রেরণ করেছেন শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্টা করতে। ইসলাম সত্য ও মানবতা এবং শান্তির ধর্ম। নবী রাসূল (সা:) ও আউলিয়া কেরামে পথ অনুসরণ করে বর্তমান প্রজন্মকে জীবন গঠন করতে হবে। তারা আরো বলেন,ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। আজ বিশে^র মুসলিম জনগন অসহায়। ইসরায়েলে ইহুদি সন্ত্রাসীরা ফিরিস্তিনী সাধারন জনগন ও নর-নারী এবং অবুঝ শিশুদের উপর বর্বচিত হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীদের প্রতিহত করতে এবং ফিরিস্তিনীর মুসলিমদের রক্ষায় বিশ^ মুসলিম রাষ্ট্রীয় প্রধানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরিফ বড় মিঞা মঞ্জিলে মাহফিলে ছদারত ও আখেরী মুনাজাত করেন সাজ্জাদানশীন শাহ্সুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ্ সুলতানপুরী (মাঃজিঃআঃ)। এতে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
তকরির পেশ করেন মাওলানা মাহাবুবুল হক নুরে বাংলা, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা হাফেজ মোঃ ফারুক। উপস্থিত ছিলেন আঞ্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপূরী দক্ষিণ জেলার সভাপতি নুর ইসলাম নুরু, সূফী দর্শন গবেষণা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আঞ্জুমান এ আশেকানে গাউছুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় কমিটির আবু তৈয়ব, এস এম আমান উল্লাহ্ আমিরী, সরোয়ার উদ্দিন, কামাল উদ্দিন পারভেজ, কানুন উদ্দিন, হারুনুর রশিদ, নাজিম উদ্দিন, আবু নোমান, ফরমান চৌধুরী, ইঞ্জিনিয়ার ফারক, সাকিব উদ্দিন, মাওলানা নেজাম উদ্দিন প্রমুখ।