বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সন্দ্বীপ পৌরসভা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও কমিটি গঠন করার লক্ষে এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ অক্টোবর বিকালে সন্দ্বীপ পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে যারা পদাসীন হতে চান তাদের নেতৃত্বে শ্লোগানে শ্লোগানে মুখরিত কয়েকটি মিছিল এসে পৌরসভার হলরুমে সমাবেশ স্থলে এসে জড়ো হয়।এতে সমাবেশ স্থল।
কানায় কানায় ভরে উঠে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের বার বার নির্বাচিত জনপ্রিয় সাংসদ মাহফুজুর রহমান মিতা। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক ও পৌরসভা আওয়ামীলিগ এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শওকত। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলাউদ্দীন বেদন, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন,উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, সন্দ্বীপ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলিগ এর সভাপতি মোক্তাদের মাওলা সেলিম,উপজেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলিগ এর সাধারন সম্পাদক সফিকুল মাওলা।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আবু তাহের,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ জাকের হোসেন,পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফয়সাল উদ্দিন।সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মহিদুল মাওলা জিকু।
সভায় প্রধান অতিথি এমপি মাহফুজুর রহমান মিতা ও অন্যান্য বক্তারা বলেন স্বেচ্ছাসেবকলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া ও আওয়ামীলিগ এর একটি আদর্শ অঙ্গ সংগঠন। তাই এখানে সমাজে গ্রহনযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। তার আগে তাদের রাজনৈতিক মতাদর্শের ইতিহাস পর্যালোচনা করতে হবে,জমি রেজিষ্ট্রি করতে যেমন আরএস, বিএস খতিয়ান দেখে তা সঠিক কিনা নিরুপন করা হয় তেমনি যারা দায়িত্ব নিতে চায় তারা প্রকৃত আওয়ামী ঘরানার কিনা তা যাচাই বাছাই করে আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষনা করা হবে। কারন আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবকলীগকে আওয়ামীলিগের ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করতে হবে।
খবরটি পড়েছেন : ২০ ৩১