মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান এবং সংগঠনের আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির মূল কমিটির সাথে আমার ৬/১/২০১৯ সালের চুক্তি অনুযায়ী ক্ষমতাবলে সংগঠনের যাবতীয় কার্যক্রম সঠিক ও সুচারুভাবে পরিচালনার জন্য ৬/৩/২০১৯ ইং তারিখের অনুমোদিত পরিচালনা কমিটির ৬০ শতাংশ সদস্যের সম্মতিক্রমে কমিটি বিলুপ্ত করে নতুনভাবে ৬ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ হইতে পুরাতন পরিচালনা কমিটির আর কোন দায়িত্ব/ ক্ষমতা থাকল না। যাবতীয় কার্যক্রম সমাধানে নতুন পরিচালনা কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হইবে। নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে পূর্বের চেয়ারম্যান হাসানুল আলম মিথুন। পরিচালক হিসেবে আছেন এডভোকেট মো. এরশাদুল আজম, সাংবাদিক এস এম পিন্টু ও মো. মাহবুবুর রহমান। উপপরিচালক হিসেবে আছেন মো. মাহবুবুল আলম ও বিধান চৌধুরী।