চট্টগ্রামের মিরসরাইয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ননা মিয়া (৫০) নামে এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৩ অক্টোবর) মিরসরাই পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া সীতাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বাবাকে ডাকতে বাড়ির বাইরে গেলে প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে বৃদ্ধ ননামিয়া কুপ্রস্তাব দিয়ে শিশুটির শ্লীলতাহানী করে। এ ঘটনায় ভয়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি উপজেলা সহকারি কমিশনারকে জানালে তিনি ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিরসরাই পৌরসভার সীতাপুকুর এলাকায় এক শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে ননামিয়া নামের এক বৃদ্ধকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সে এখন আটক হয়ে থানা হাজতে রয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির দায়ে ননা মিয়া নামে ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।