আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    মধ্যরাতে কর্ণফুলীতে ফোম কারখানায় আগুন, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামের কর্ণফুলীতে মধ্যরাতে ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার মালিক মোঃ জাহাঙ্গীর মিয়া।

    গতকাল রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউপির খোয়াজনগর ৫নং ওর্য়াডে অবস্থিত নূরানী ফোম কারখানায় এ দূর্ঘটনা ঘটে।

    আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়াইব হোসেন মুন্সি জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে মূহুর্তের মধ্যে ঘটনাস্থলে আসি।রাস্তা সংকীর্ণ হওয়ায় আমাদের রিজার্ভ পানির বড় গাড়িটি ডুকাতে পারিনি,পরে পাশের পুকুর থেকে পানি দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
    তিনি আরও বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    স্থানীয়রা বলেন, হঠাৎ আগুন লাগার খবর শুনে এলাকার সবাই ঘুম থেকে ওঠে বাড়ি থেকে বের হয়ে দেখি ফোম কারখানায় আগুন জ্বলতেছে পরে এলাকাবাসীদের সহযোগীতায় কারখানার অনেক মালপত্র বাহিরে বের করতে সক্ষম হয়৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অনেক বড় ধরনের দূঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।যদি এলাকাবাসীর সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে তাহলে আগুনের লেলীহান শিখার তান্ডবে আশেপাশের কয়েক’শ বাড়িঘর ও স্থাপনা পুড়ে ছাই হয়ে যেতো।

    আগুন লাগার বিষয়ে জানতে চাইলে কারখানার ম্যানেজার মোঃহুমায়ন জানান,প্রতিদিনের মতো তিনি কাজ শেষ করে ঘুমাতে যাচ্ছিলেন, হটাৎ মানুষের চিৎকার-চেঁচামেছি শুনে নিচে এসে দেখি কারখানায় আগুন লেগেছে।পরে ফায়ার সার্ভিসকে কলে দিয়ে এলাকা বাসীর সহযোগিতাই ফোম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ গুলো সরিয়ে পেলতে পারি।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব