হতাশ দেশ, হতাশ দেশবাসী। কিছু কিছু তথাকথিত তৈলবাজদের কারণে যোগ্য উচ্চশিক্ষিত, দেশ প্রেমিক মানুষরা আজ রাষ্ট্র পরিচালনায় প্রতিনিধিত্বমূলক কাজে অংশ নিতে পারছে না। দেশে এখন সৎ, নিষ্ঠাবান নেতৃত্ব দেওয়ার মতো নেতার খুবই অভাব। আজ পুরো দেশে যোগ্য নেতার চরম সংকট দেখা দিয়েছে। দেশ এবং জাতির স্বার্থে, নিঃস্বার্থ ভাবে কাজের উপযুক্ত ব্যক্তি থাকার পরও কোনো না কোনো কারণে অযোগ্য মানুষের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, তা দেশ এবং জাতির জন্য দুঃসংবাদ। আজকাল অনেক মেকি আপন মানুষ রয়েছে, তারা শুধু সামনে রেখে বেশি করে তেলবাজি করতে থাকে।আসলে তারা ঐ মানুষকে মনে প্রাণে আপন ভাবেনা।
তাদের সামান্য সুবিধা নেওয়ার জন্য অহেতুক মিথ্যা আশ্বাস দিয়ে থাকেন। এই ধরনের মানুষের সংখ্যা খুব বেশি না হলেও তারা কিন্তু মীর জাফর ও খন্দকার মোশতাকের ভুমিকায় অবতীর্ণ। তাদেরকে চিহ্নিত করে রাখার দরকার।
তারা নিজেদের ভাগের হিসেব মিলিয়ে, তাল দিয়ে, তাল মিলেয়ে, ভুয়া হাত তালি দিয়ে, পাশে থাকবো বলে কথা দিয়ে একজন ভালোমানুষকে বিপদে ফেলেন।
তাদের থেকে সাবধান থাকতে হবে। কিছু ভালো মানুষ, আসন্ন নির্বাচন করার মাধ্যমে দেশের জন্য কাজ করার মানসে যখন ইচ্ছে পোষণ করেন, তখন তারা বলে যে আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে থাকবো এবং আছি। আসলে সব কিছু মিথ্যা আশ্বাস ব্যতীত আর কিছু নয়।
এই ধরনের একটি আশংকা আমাদের চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রুপকার, সময়োপযোগী সাহসী পুরুষ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব ও চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা, ব্যারিস্টার মনোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে এই মন্তব্য করেন। আজকে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন আমি সবাইকে অযোগ্য বা অশিক্ষিত বলবোনা। তাদের মাঝেও অসংখ্য যোগ্যতা সম্পন্ন প্রতিনিধি রয়েছে। কিন্তু মনে প্রাণে দেশপ্রেমিক মেধাবী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচারক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দীর্ঘ ৪০ বছর যাবত রাজপথে আন্দোলনের নেতা, ব্যরিস্টার মনোয়ার হোসেন যখন, একজন লড়াকু সৈনিক এবং পরিক্ষিত নেতা হিসেবে নির্বাচন করার ইচ্ছে পোষণ করেছেন, তখন ঐ তথাকথিত সহযোগিতা করার ওয়াদাকারিরা পিছন হাঁটতে থাকেন।
আজকে সময় এসেছে দেশ ও জাতির স্বার্থে ব্যারিস্টার মনোয়ার হোসেন এর মত ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে এম পি বানিয়ে দেশের কাজ করার সুযোগ দেওয়ার।
বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিৎ এই ধরনের পরিক্ষিত দেশ প্রেমিকদেরকে খুঁজে নিয়ে দায়িত্ব দেওয়ার, তাদের হাতে দেশ থাকবে নিরাপদ, দুনীতিমুক্ত, দেশে হবে কাংখিত উন্নয়ন। তাই আসুন আমরা এক সাথে আওয়াজ তুলি, আগামী নির্বাচনে ব্যারিস্টার মনোয়ার হোসেনকে বোয়ালখালী আসনে এম পি প্রার্থী হিসেবে দেখাতে চাই।