আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    বিটিভিতে আধুনিক ও পল্লীগীতির চুড়ান্ত তালিকায় স্থান পেলেন চট্টগ্রামের শতাধিক শিল্পী

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে আধুনিক ও পল্লীগীতিতে ফাইনাল অডিশনের চুড়ান্ত তালিকায় চট্টগ্রাম থেকে শতাধিক সংগীত শিল্পী স্থান পেয়েছে। রবিবার আধুনিক গানের চুড়ান্ত তালিকায় সারাদেশ থেকে উর্ত্তীণ হয়েছে ৪৬৭ জন এরমধ্যে চট্টগ্রাম থেকে স্থান পেয়েছে ৬৭ জন শিল্পী। পল্লীগীতিতে সারা দেশ থেকে উর্ত্তীণ হয়েছে ৫৯৬ জন এরমধ্যে চট্টগ্রাম থেকে ৪০ জন শিল্পী স্থান পেয়েছে। আধুনিক গানে যারা স্থান পেয়েছে তারা হলেন ৫. লুপর্ণা মুৎসুর্দ্দী. ১৯. মো. সাইফুদ্দিন,২০. উম্মে সালমা তানিয়া, ২৭. ঐশি রক্ষিত, ৪০. জাহাঙ্গীর আলম, ৫২. অংকিতা আচার্য্য, ৫৩. দেবাশীষ চৌধুরী, ৬১.দিদারুল ইসলাম, ৮৪. অভিজিৎ দে, ৮৭ মানিক নন্দী, ৯১. প্রিয় ভৌমিক, ১০৩. মোস্তফা মো. এমরান, ১০৯. সুপর্ণা মুৎসর্দ্দী, ১১০.শিমলী দাশ, ১১১. রাম কৃঞ্চ জুয়েল, ১২৬ সোমা ঘোষ, ১২৭. তাপস চৌধুরী, ১৩৪. আল ইমরান, ১৩৫. উাতেমা তুজ জোহরা ঝর্ণা, ১৫৫. ওাসময় মন্ডল, ১৫৮.নুসরাত ইয়াসমিন, ১৭৭. অমিত আচার্য্য, ১৮৩. সুমানা আকতার,১৮৫. উম্মে কা কাউছার নিঝুম, ১৮৬. চয়ন চক্রবর্ত্তী, ১৯৯. সুপ্রিয়া বিশ^াস, ২০৬. জুসি বড়ুয়া, ২০৭. থোয়াইমার প্রু মারমা, ২০৮. ঈশিতা পাল, ২০৯. সুপর্ণা বড়ুয়া, ২৪০. লিপু মন্ডল, ২৪৩. চন্দন চক্রবর্ত্তী, ২৪৮. সুকামার দে, ২৪৯. সুচায়ন দে, ২৫২ নোবেল ভট্টাচার্য্য, ২৫৮. শ্রাবন্তী শীল, ২৬৫. গুমন আচার্য্য, ২৭৮. কামরুল আজম চৌধুরী, ২৮৫. কৌশিক দত্ত,২৮৯. রাজিব মজুমদার, ২৯০. উাল্গুনি মজুমদার, ২৯৮. জিয়াউদ্দীন বাদশা, ৩১২.প্রিয়াঙ্কা দাশ অর্ক, ৩৩২. কমিষ্ট বড়ুয়া, ৩৩৭. সুমাইয়া ইসলাম রাইসা,৩৩৮. সুপ্রিয়া চৌধুরী, ৩৪৫. ইন্তেখার আলম, ৩৪৫. তনুশ্রী বনিক,৩৪৮. অনিমেষ চক্রবর্ত্তী, ৩৫০. কামশুল হায়দার, ৩৫৮. সুমাইয়া আকতার ঢোলা, ৩৭১. জাহেদ হোসেন,৩৮১. অভিজিত তালুকদার,৩৮৬ মৌসুমী বড়ুয়া,৩৮৮ তপু চক্রবর্ত্তী, ৩৯২.তাফসিয়া নওশীন, ৩৯৪. সমাপ্তি বড়ুয়া, ৩৯৭ তন্দ্র সিংহ,৪০৪. লাকী মজুমদার সুপ্রিয়া, ৪১৯, রনি কুমার মজুমদার, ৪২০ অর্পিতা দেবী দোলা, ৪২৬ শুভাগত চৌধুরী, ৪৩২ তাবাস্সুম তামান্না,৪৪০. কেয়া লাহিড়ী, ৪৫৭.এমিল দাশ, ৪৬০. প্রমা বিশ্বাস। পল্লীগীতির তালিকায় চট্টগ্রাম থেকে স্থান পেয়েছে ১. জয় দত্ত দিপ্ত,৪. ঐশি রক্ষিত,১২. উচ্ছাস বড়ুয়া,২২. অংকিতা আচার্য্য, ৩৮.প্রফুল্ল রঞ্জন দাশ, ৬০. কারমিন চৌধুরী, ৭২. রিতু বড়ুয়া,৭৮. জুয়েল পাল, ১২৬. পাপড়ী বৈরাগী, ১৩৫. বেবি মজুমদার নুপুর, ১৫১ সালাউদ্দীন কাদের মানিক, ১৬২ অন্তরা লালা, ১৬৭. দিপংকর চক্রবর্ত্তী, ১৬৯. লুপর্ণা মুৎসুর্দ্দী, ২০৬. আসমা আরা পারভিন, ২৩৭. নিলুফা ইয়ামিন, ২২০ পুষ্পিতা দত্ত, ২৪৯.জিয়াদ্দীন বাদশা, ২৫৭ লাকী মজুমদার, ২৫৮. মনি সেন, ২৫৯. জাকিয়া সুলতানা মেরী, ২৬০. ছমিরা বেগম, ২৬১. উাতেমা বেগম, ২৬২.সুর্পণা বড়ুয়া, ২৬৮. সুকুমার দে, ২৮৯. সুচায়ন দে, ৩১৭. উম্মে কাউছার নিঝুম, ৩৫৬. সুপর্ণা রায় চৌধুরী, ৩৫৮. লিটন সুত্রধর, ৪১৯. রুবেল, ৫২০.রাসময় মন্ডল, ৪৪১. অমল কৃঞ্চ নাথ, ৪৪২. সিথি রায়, ৪৬৬. সমাপ্তি বড়ুয়া, ৪৭৬. দেব প্রসাদ ভৌমিক,৪৯২. কমিষ্ট বড়ুয়া, ৪৯৯. হানিফ মিয়া, ৫১৮.অনিক ভট্টাচার্য্য, ৫২৯.উপমা চক্রবর্ত্তী, ৫৯০. সিরাজুল ইসলাম আজাদ, ৫৯৬. পুজা ভক্ত। ৭ জানুয়ারি (রবিবার) বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রেরে মহাব্যবস্থাপক(চলতি দায়িত্ব) মোছা. মাহফুজা আক্তারের স্বাক্ষরিত প্রকাশিত তালিকা বাংলাদেশ টেলিভিশনের ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। সংগীত শিল্পীরা নিজের মেধা ও যোগ্যতায় বাংলাদেশ টেলিভিশনে সংগীত শিল্পী হিসেবে চুড়ান্ত তালিকায় যারা স্থান পেয়েছে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে খুশির ঢেউ দেখা দিয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা যথা সময়ে অডিশন শুরু করে ফলাফল্ও প্রকাশ করতে পেরেছি। সারা দেশ থেকে অনেকা প্রতিভাবান শিল্পীরা নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। অনেক সিনিয়র শিল্পী রয়েছে তাদের গান সারা দেশের মানুষ শুনে আসছে তারাও তালিকাভুক্ত হতে পারেনি এ ধরণের ঘটনা আমাদের কানে আসে। নিয়মিত অডিশন হলে যোগ্যতার ভিত্তিতে শিল্পীরা তালিকাভুক্ত হতে সমস্যা হবে না।
    এ প্রসঙ্গে সালাউদ্দীন কাদের মানিক বলেন, একজন সংগীত শিল্পীর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়াটা অনেক সম্মানের। অনকে মেধাবী শিল্পীদের এতদিন মূল্যায়ন করা হয়নি, শিল্পী হিসেবে মৃত্যুর সময় হলেও একটা সনদ নিয়ে মরতে পারব।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব