আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    বানভাসি মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বানভাসি দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীরা সাধ্যমতো এগিয়ে এসেছেন। আর্থিকসহ নানা সহায়তা নিয়ে তারাও বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমতো ভূমিকা রাখছেন।

    চট্টগ্রাম মহানগর বিএনপি ইতোমধ্যে নয় সদস্যের একটি ত্রাণ কমিটি গঠন করেছে। কমিটির পক্ষ থেকে নগরীর কাজির দেউড়িতে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে চলছে নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ এবং সেগুলো প্যাকেটজাত করার কাজ। বন্যা উপদ্রুত অঞ্চলের মানুষের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, তেল, শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ।

    বুধবার (২৮ আগষ্ট) বিকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানোর জন্য মহানগর কৃষক দলের টিমকে প্রথম দফায় ত্রাণ সামগ্রীর চালান হস্তান্তর করেছেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ এরশাদ উল্লাহ, ও সদস্য সচিব নাজিমুর রহমান এবং ত্রাণ কমিটির আহবায়ক সৈয়দ আজম উদ্দিন।

    ত্রাণের প্রথম চালান হস্তান্তরের সময় সমবেতদের উদ্দেশে এরশাদ উল্লাহ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। মানুষের মাঝে নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। তাই আগামী দিনে রাজনীতি হতে হবে স্বচ্ছ, পরিস্কার। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের জন্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকায় বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম বন্যার পানি নামার পর বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত অব্যাহত রাখতে হবে। সকলকে জনগনের সুখে দুঃখে কাজ করতে হবে।

    তিনি চট্টগ্রামবাসীকে বন্যার্তদের জন্য সাধ্য অনুযায়ী ত্রাণসামগ্রী নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া আগামী দু’য়েকদিনের মধ্যে আরও বড় পরিসরে ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ বন্যা উপদ্রুত এলাকায় যাবেন বলে জানান এরশাদ উল্লাহ।

    এসময় নাজিমুর রহমান বলেন, বন্যায় আক্রান্ত মানুষজনদের উদ্ধারের পাশাপাশি প্রয়োজন হচ্ছে জরুরি খাদ্য, বিশুদ্ধ খাবার পানি, ওষুধসহ জীবন রক্ষাকারী নানা উপকরণ। বন্যার পানি নেমে যাওয়ার পর উপদ্রুত এলাকায় দেখা দেয় পানিবাহিত সংক্রামক রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। তিনি এমন পরিস্থিতে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে অনুদান দেওয়ার আহ্বান জানান।

    এসময় আরও উপস্থিত ছিলেন ত্রাণ কমিটির সদস্য হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, খোরশেদ আলম, সিহাব উদ্দিন মোবিন, মহানগর কৃষক দলের সদস্য সচিব কামাল পাশা নিজামী, যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব