ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বোরচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিষ্ট ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এস এম মোরশেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব সাংবাদিক নেতা আবু তাহের পাটোয়ারী,ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের মহাসচিব দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাংবাদিক নেতা আবছার উদ্দিন, ডিউজের সদস্য জাকির হোসেন, সাংবাদিক নেতা এম এম তোহা, সাংবাদিক নিবির হোসেন, এজাজ আহমেদ, মোশাররফ হোসেন, জিয়াউর রহমান প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন জার্নালিষ্ট ওয়েলফেয়ার ফোরামের সভাপতি ওবায়দুল হক সরকার। বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনের উপর অন্যায়ভাবে বর্বোরচিত হামলা চালিয়ে যে হত্যাযজ্ঞ করেছে তা মানবাধিকার লঙ্ঘনের সামিল। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষনা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার ব্যবস্থা করা। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,যুদ্ধাহত ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় ঔষধ ও শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করা। প্রয়োজনে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ত্রাণ ফান্ড গঠন করে তাদের দূতাবাসের মাধ্যমে অর্থ প্রেরণের ব্যবস্থা করা। আগামীতে সাংবাদিকদের কল্যাণে সকল অনুষ্ঠানে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ওবায়দুল হক সরকার।