ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে নিরীহ ফিলিস্তিনি নারী শিশুসহ নির্যাতিত মুসলমানদের নির্বিচারে হত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ^ নেতৃবৃন্দকে মানবতা বিরোধী এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার ২৫ অক্টোবর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে তা’লীমূল কমপ্লেক্স আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্বর ইসরায়েলি বাহিনী দীর্ঘ ১৭ বছর ধরে গাজা অবরুদ্ধ রেখেছে। গাজা উপকূল যেন পৃথিবীর নৃশংস ভয়ঙ্কর কারাগার। ফিলিস্তিনিদেরকে বিনাশ করার নাম দিয়ে ইসরায়েল সেখানে নারী-শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে। তারা হাজার হাজার নিরীহ মানুষ হত্যাসহ ১৫টি হাসপাতালে বোমা হামলা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতায় বিশ^ মানবতা আজ বাকরুদ্ধ। এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে জাতিসংঘ ও বিশ^ নেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তা নাহলে অচিরেই বিশ^ শান্তি প্রশ্নের সম্মুখীন হবে। ইসরায়েলি বাহিনীর এমন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার জাতিসংঘে নিন্দা প্রস্তাব পেশ করেছে। আমরা এই নির্যাতনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাই।
তা’লীমূল কোরাণ কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহম্মদ তৈয়বের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, শ্রমিকলীগ নেতা কামাল উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে হাফেজ মাওলানা মুহম্মদ তৈয়ব ফিলিস্তিনি নির্যাতিত মজলুম মুসলমানসহ দেশ ও বিশ^ শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।