বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেন, অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন নইলে মুসলিম বিশ্ব
একজোট হয়ে পৃথিবীর মানচিত্র হতে ইসরাঈলকে মুছে ফেলা হবে। বাংলাদেশ
সরকারকে আহবান জানাই বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের
পক্ষে পাশে দাঁড়ানোর ঘোষণা করুন। গাজায় নিরীহ নারী পুরুষ শিশু নির্বিচারে
গণহত্যা বন্ধ করার আহবান জানান। গাজায় ইসরাঈল কর্তৃক খাদ্য, পানি,
বিদ্যুৎ বন্ধ করে দিয়ে অন্ধকারে একটি অঞ্চলকে ডুবিয়ে রাখা আন্তর্জাতিক
মানবাধিকার লঙ্গন করছে।
১৩ অক্টোবর (শুক্রবার) বাদে জুমা আন্দরকিল্লা চত্ত্বরে বাংলাদেশ
নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগর আমির আল্লামা
মনজুরুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর রাজনীতিবিদ
আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা জিয়াউল হোসাইন, দক্ষিণ জেলা আমীর মাওলানা আতাউল্লাহ আল হোসাইনী, মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা মাহমুদুল হক সাদেকী, মাওলানা এম এ কাসেম ইসলামাবাদী, মাওলানা মাহমুদুল করিম কাসেমী, মাওলানা নূর মোহাম্মদ কিবরিয়া, মহানগর প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা হাফেজ ওবায়দুল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ ওবায়দুল্লাহ, সাংবাদিক আলি হোসাইন, হাফেজ তারেক, মাওলানা মিজান, জাহেদ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।