
ফটিকছড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাদাত আনোয়ার সাদী। গত ২১ অক্টোবর বিকেল থেকে উপজেলার ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, লেলাং, নানুপুর, সুন্দরপুর, সুয়াবিল, হারুয়ালছড়ি, ভুজপুর ও বখতপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. রাম প্রসাদ দে, সাবেক চেয়ারম্যান শফিউল আলম, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বাবু পরেশ চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা হাসানুল করিম রাসেল সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বিভিন্ন পূজামন্ডপে তিনশতাধিক গরীব-দুস্থদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন। শারদীয় উৎসব বাঙালির উৎসবে পরিণত হয়েছে বলে মতপ্রকাশ করে সাদাত আনোয়ার সাদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সুদক্ষ নেতৃত্বের কারণে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বিরা তাদের ধর্মী আচার-অনুষ্ঠান পালন করতে পারছে। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যন্য বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি এই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে।