জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এরপর একের পর এক বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি। কর্ণফুলী নদীর তলদেশে টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, কালারপুর সেতু, কৈয়গ্রাম সেতু, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লাইনের উন্নীতসহ হাজারো মেধা প্রকল্পে’র মাধ্যমে উন্নয়নের ফলে চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামবাসীকে ঋণী করেছেন। তাই আগামী ২৮ অক্টোবর যে কোন উপায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে হবে। দক্ষিণ চট্টগ্রামবাসী শেখ হাসিনার ঘাঁটি হিসেবেই প্রমাণ করতে হবে। জনসভায় যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমান খাবার ও পানি এবং অসুস্থ হলে চিকিৎসক ও এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশকে সফল করতে পটিয়া থেকে ৩০ হাজার লোকের সমাগম হবে। উল্লেখ্য দক্ষিণ চট্টগ্রামে ২০১৯ সালে পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশ করার পর ২৮ অক্টোবর আনোয়ারার ই,পি,জেড মাঠে ২য় সমাবেশ করবেন। জাতীয় সংসদের হুইপ প্রস্তুতি সমাবেশ শেষে নেতা কর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজে যোগ দেন।
আগামী ২৮ অক্টোবর দক্ষিণ চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ও টানেল উদ্বোধনকে ঘিরে পটিয়ায় চারিদিকে সাজ সাজ রব দেখা দিয়েছে। পটিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ২৫ অক্টোবর (বুধবার) পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি’র ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
পটিয়া উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, সদস্য রাশেদ মনোয়ার, দেবব্রত দাশ, বিজন চক্রবর্ত্তী, আবু ছালেহ চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, জেলা পরিষদ সদস্য ফারহানা আফরিন জিনিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, সেলিম চেয়ারম্যান, মোহাম্মদ সৈয়দ, যুগ্ন সম্পাদক আলমগীর খালেদ, সাংগঠনিক নুরুর রশিদ চৌধুরী এজাজ, ইঞ্জিনিয়ার এস.এম. মোরশেদ, বেলাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, এম. এ হাসেম, সরোজ সেন নান্টু, রনবীর ঘোষ টুটুন, শাহীনুল ইসলাম শানু, মাহবুবুল হক চৌধুরী, ইনজামুল হক জসিম, ফৌজুল কবির কুমার, আমিনুল ইসলাম টিপু, শাহাদাত হোসেন সবুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক, পৌরসভা আ’লীগ সভাপতি মো. আলমগীর আলম, ইউনিয়ন আ’লীগ নেতা আজিমুল হক, শফিকুল ইসলাম বাবুল, কাউন্সিলর গোফরান রানা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শামসুল ইসলাম, সাধারন সম্পাদক ইউসুফ নবী টিপু, যুবলীগ নেতা হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, রিটন নাথ মাস্টার, রফিকুল আলম, শিল্পী মিত্র, শাহ আলম মেম্বার প্রমুখ। এছাড়াও ইউনিয়ন আ’লীগ ও ওয়ার্ড আ’লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৭ ইউনিয়নের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।