প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশ রক্ষায় গঠিত হয়েছে ‘প্ল্যাস্টিকের বিনিময়ে বই’ নামে সংগঠন। এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের গিরেন্দ্র চক্রবর্তী মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সংগঠনটির ২০২৩-২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি মাসুদ রানা বলেন,”বর্তমানে যে হারে পরিবেশ দূষিত হচ্ছে তা নিয়ে আমরা শিক্ষিত তরুণেরা উদ্ভিগ্ন। বিশেষকরে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার,অব্যবস্থাপনা ও পুনর্ব্যাবহারের অভাব পরিবেশকে হুমকির মুখে ফেলছে। প্লাস্টিকের ব্যবহার কমানো,পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের পদযাত্রা।”
সংগঠনটির সাধারণ সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী বলেন,”সময় এসেছে পরিবেশ নিয়ে ভাবার,কিছু করার।’প্লাস্টিকের বিনিময়ে বই’ এর মাধ্যমে আমরা কিছু করতে চাই,করে দেখাতে চাই।আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ পরিবেশের রক্ষায় সচেতনতা সৃষ্টি ও বই পড়ার মাধ্যমে মেধাভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলা।”
উল্লেখ্য, দূষণ প্রতিরোধে এক হয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে কয়েকজন মেধাবী ও সচেতন শিক্ষার্থীর মাধ্যমে ❝প্ল্যাস্টিকের বিনিময়ে বই❞-এর কর্মসূচি শুরু হয়। এর নেতৃত্ব দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ আসাদুজ্জামান বুলবুল। খুব অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে সচেতন শিক্ষার্থীদের কার্যক্রম দারুণ সাড়া পায়।
সংগঠনটির ২০২৩-২৪ কার্যনির্বাহী পর্ষদে আরো আছেন সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মোনেম শাহরিয়ার শাওন, সাংগঠনিক সম্পাদক ধন রঞ্জন ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক আশিফ রায়হান, নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক শাহজালাল শাহিন, সহ-অর্থ সম্পাদক নাঈম হাসান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, উপ দপ্তর সুস্মিতা চক্রবর্তী, পাঠচক্র বিষয়ক সম্পাদক এ কে কায়েস,
সহ-পাঠচক্র বিষয়ক সম্পাদক বেনুমাধব দাশ, প্রচার সম্পাদক মনোরঞ্জন রায় উত্তম, সহ-প্রচার সম্পাদক সাব্বির রশিদ প্রামানিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পান্ডব চাকমা, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুকুল রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রীতম দাস, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জুহেস ত্রিপুরা, টেকসই উন্নয়ন ও ইনোভেশন সেলের দায়িত্বে
জয়নাল আবেদীন ফাহিম ও রাশেদুল ইসলাম।