আজ সোমবার ║ ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ সোমবার ║ ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে: আ.জ.ম. নাছির

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থার মধ্যদিয়ে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। ফিলিস্তিনের শিশুদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেছেন, শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে। আল- হামিম ইনস্টিটিউট নগরের বুকে অল্প সময়ে যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখতে হবে।

    সম্প্রতি নগরীর লেডিস ক্লাবে আইস ফ্যাক্টরি রোডস্থ আল- হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বর্ণাঢ্য আয়োজনটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও এস এ ফ্যামিলির চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    সভাপতির বক্তব্যে মুহাম্মাদ শাহ আলম বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আদর্শ নাগরিক তৈরি করার আন্দোলন শুরু করেছি সৃজনশীল শিক্ষার মাধ্যমে। ব্যবসা নয় বিবেকের দায়বদ্ধতা থেকেই এই প্রতিষ্ঠান তৈরি করেছি। আপনাদের আন্তরিক দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে আমরা আরো নতুন প্রতিষ্ঠান করার উদ্যোগ নেব ইনশাআল্লাহ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক ডক্টর নূর হোসেন, জিএম সাইদুর রহমান মিন্টু, প্রিন্সিপাল আরিফুল ইসলাম, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, সাবেক ছাত্রনেতা রফিকুল আলম সাজ্জি প্রমূখ।

    জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে
    বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব